আর্কাইভ থেকে বাংলাদেশ

রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া

রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া

রাওয়ালপিণ্ডির পর করাচিতে বইছে রানবন্যা। দুই দিনেও অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারেনি পাকিস্তান। রীতিমতো রান পাহাড়েই চড়ে বসেছে অজিরা। উসমান খাজার দেড়শ ছাড়ানো ইনিংসের সঙ্গে ক্যারি ও স্টিভ স্মিথের ব্যাটে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়েছে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করে অস্ট্রেলিয়া। পরে দ্বিতীয় দিনশেষে তারা করেছে ৮ উইকেট হারিয়ে ৫০৫ রান। প্রথম দিন নাইট ওয়াচ ম্যান হিসেবে নামা নাথান লায়ন দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ৬২ বলে ৩৮ রান করে।

দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ট্রাভিস হেড করেন ৪৮ বলে ২৩ রান করে। ৭২ বলে ২৮ রান করেন ক্যামরুন গ্রিন। অন্যদিকে অ্যালেক্স ক্যারি তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে।

কিন্তু ১৫৯ বলে ৯৩ রান করে তিনি আউট হন পার্ট টাইম বল করা বাবর আজমের বলে। অস্ট্রেলিয়ার পক্ষে ৯৫ বলে ২৮ রান করে স্টার্ক ও ১০ বলে শূন্য রানে অপরাজিত আছেন প্যাট কামিন্স। পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নিয়েছেন সাজিদ খান ও ফাহিম আশরাফ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন রানের | পাহাড় | গড়ছে | অস্ট্রেলিয়া