আর্কাইভ থেকে বাংলাদেশ

পুতিন ‘যুদ্ধাপরাধী’ মার্কিন সিনেটে প্রস্তাব পাস

পুতিন ‘যুদ্ধাপরাধী’ মার্কিন সিনেটে প্রস্তাব পাস

মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছে। এ বিষয়ে নিন্দা করে একটি প্রস্তাব পাস করেছে, যা গভীরভাবে বিভক্ত কংগ্রেসে ঐক্যের একটি বিরল দৃষ্টান্ত।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রস্তাবটি উত্থাপন করেন। পরে এতে উভয় পক্ষের সিনেটররা সমর্থন করেন। এই রেজুলেশনটি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এবং অন্যান্য দেশগুলিকে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তে সহায়ক হবে।

ডেমোক্রেটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, এই চেম্বারে আমরা সবাই ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের সঙ্গে এক মত যে, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহির দায় এড়াতে পারবেন না।

এদিকে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপ সব সময় ইউক্রেনীয় জনগণের পাশে আছে বলে আশ্বস্ত করেছেন পোল্যান্ড, স্লোভেনিয়া এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন পুতিন | যুদ্ধাপরাধী | মার্কিন | সিনেটে | প্রস্তাব | পাস