ঢাকার ধামরাইয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় তিথিমুনি (৩ মাস) নামের এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২১ অক্টোবর) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবজাতকটি মারা যায়।
নবজাতকটি ধামরাই পৌরশহরের ইসলামপুর ঋষিপাড়া মহল্লার সঞ্চয় ও সনিমালা দম্পতির ২য় সন্তান।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে হালকা জ্বর ও কাশি ছিল। সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদীশা ম্যাডামকে দেখিয়ে ওষুধ খাওয়ানোর পর খিঁচুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে নবজাতক শিশুটি। পরে বাড়ির কাছেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় দৌড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসাপত্র দেয়া ডাক্তার বিদীশা'র রুমে প্রবেশ করেন। ডাক্তার বিদীশা প্রাথমিকভাবে দেখে নিশ্চিত করেন নবজাতক শিশুটি মারা গেছেন।
নবজাতক শিশুটির মা সনিমালা বলেন, ডাক্তারের পরামর্শে ওষুধগুলো খাওয়ানো পরেই আমার বাচ্চাটি খিঁচুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার বাচ্চাটি ওই ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন। এই বলেই নবজাতকের মা সনিমালা বিলাপ শুরু করেন। নিহত নবজাতকটির মায়ের কান্নায় স্থানীয়দের চোখে-মুখে অশ্রু গড়িয়ে পড়তে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নূর রিফাত আরা বায়ান্ন টেলিভিশনকে বলেন, বাচ্চাটিকে চিকিৎসাসেবা দিয়েছেন মেডিকেল অফিসার ডা. বিদীশা। বাচ্চাটিকে মেডিকেলে ভর্তি করার কথা বলা হয়েছিল কিন্তু তার পরিবারের লোকজন ভর্তি করেননি। আর এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে ব্যবস্থা নেব।
মেডিকেল অফিসার কি কোন নবজাতকের চিকিৎসা সেবা দিতে পারেন এমন প্রশ্নে ডা. রিফাত আরা বলেন, তিনি শিশু বিষয়ে লেখাপড়া করতেছেন। যে কারণেই তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন।
এএম/