আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্রয়ক্ষমতা বেড়েছে ক্ষমতাশীনদের: রিজভী

ক্রয়ক্ষমতা বেড়েছে ক্ষমতাশীনদের: রিজভী

ক্রয়ক্ষমতা বেড়েছে তো হাছান মাহমুদের, ওবায়দুল কাদেরের। বেড়েছে যুবলীগ-ছাত্রলীগের। সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বাড়েনি। জনগণের ক্রয়ক্ষমতা বাড়লে টিসিবির ট্রাকের পেছনে এতো বড় লাইন হতো না। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএসএমএমইউ হাসপাতালের সামনে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণকে ক্ষুধা, দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়ে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণ খেয়ে পরে বাঁচলো কি না এটা তাগিদ দেয়ার কোনো কিছু মনে করে না সরকার। দেশে আজ যদি নির্বাচিত সরকার থাকতো, তাদের একাউন্টিবিলিটি থাকতো তাহলে যেভাবেই হোক এটা নিয়ন্ত্রণ করতো।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রয়ক্ষমতা | বেড়েছে | ক্ষমতাশীনদের | রিজভী