আর্কাইভ থেকে জাতীয়

‘অনেক সহ্য করেছি, সহ্যেরও একটা সীমারেখা আছে’

‘অনেক সহ্য করেছি, সহ্যেরও একটা সীমারেখা আছে’
‘২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে আসলে খবর আছে। অনেক সহ্য করেছি। সহ্যেরও একটা সীমারেখা আছে। ২৮ তারিখ অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেব না।’ দলীয়  নেতাকর্মীদের উদ্দেশে বললেনআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পারিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার(২৪ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। আওয়ামী লীগ অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারত না। তবে ২৮ অক্টোবর শান্তির নামে অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায়, আমরা অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে আসলে দেখিয়ে দিব অশান্তি কাকে বলে?’ ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন। বিএনপির রঙ্গিন সে খোয়াব, ফাঁপানো বেলুন চুপসে যাবে। একটু অপেক্ষা করুন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এ সম্পর্কিত আরও পড়ুন অনেক | সহ্য | করেছি | সহ্যেরও | একটা | সীমারেখা | আছে