আর্কাইভ থেকে জাতীয়

কাল থেকে টিসিবির পণ্য পাবে ১ কোটি পরিবার

কাল থেকে টিসিবির পণ্য পাবে ১ কোটি পরিবার

দেশের ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু হবে আসছে রোববার (২০ মার্চ)। জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গেলো শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে টিসিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী জানান, দুই কিস্তিতে এই পণ্য দেয়া হবে। প্রথম কিস্তি ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।

তথ্য মতে, প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।

পণ্য বিক্রির সুবিধার জন্য দেশব্যাপী সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এর মাধ্যমেই পণ্য দেয়া হবে। তবে ঢাকা সিটি কর্পোরেশননের ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব না হওয়ায় তাদেরকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হবে।

ফ্যামিলি কার্ডধারীদের আগের দিনই পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে। পাশাপাশি প্রকৃত প্রাপকই যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান টিপু মুনশি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কাল | টিসিবির | পণ্য | পাবে | ১ | কোটি | পরিবার