ভারত ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তাতে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৫১৫ রানের। এই লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত বিনা উইকেটে দলীয় অর্ধশতক পূরণ করেছে টাইগাররা। ক্রিজে আছেন সাদমান ইসলাম ও জাকির হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১২ ওভার শেষে ৫৪/০ রানে অবস্থান করছে বাংলাদেশ।
সাদমান ও জাকির শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ভারতীয় বোলারদের খুব একটা সুযোগ দিতে চাচ্ছেন না দুজনের কেউই। ভারতের পক্ষে প্রথম ১০ ওভারেই জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ ও রবিচন্দ্রন অশ্বিন বল করেছেন।
ভারতের হয়ে দুইটি সেঞ্চুরি এসেছে রিশাব পান্ট ও শুবমান গিলের ব্যাট থেকে। দ্বিতীয় দিনে কেবল একটি উইকেটই নিতে পেরেছে টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজ আউট করেছেন পান্টকে। পান্ট ১২৮ বল খেলে ১০৯ রান করেছে। তার ইনিংসে ছিল ১৩ টি চার ও ৪ টি ছয়ের মার।
পান্টের সাথে জুটি ছিল গিলের। গিল ১১৯ (১৭৬) রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ১০ টি চার ও ৪ টি ছয়ের মার।
এম এইচ//