আর্কাইভ থেকে বাংলাদেশ

বিকেলে ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

বিকেলে ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

বাংলাদেশের সাথে সংলাপে অংশ নিতে ৩ দিনের সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকা আসছেন।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৫.৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটে  তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ।

আসছে রোববার (২০ মার্চ) সকাল ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে। পার্টনারশিপ ডায়ালগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দো প্যাসিফিক ইস্যু, সামরিক চুক্তিতে বাংলাদেশকে সম্মত করাসহ অন্যান্য ইসু গুরুত্ব পাবে। এছাড়া বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন ও রোহিঙ্গাসহ নানা বিষয় এবারের পার্টনারশিপ ডায়ালগে স্থান পাবে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

এরপর বেলা ১ টায় যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক ও সফরের বিস্তারিত তুলে ধরা হবে।  আগামী ২১ তারিখ ঢাকা ছেড়ে যাবেন নুল্যান্ড।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন বিকেলে | ঢাকায় | আসছেন | মার্কিন | আন্ডার | সেক্রেটারি | নুল্যান্ড