বছর শেষের আগেই বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। নতুন বছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাতে পারে এমন আশঙ্কায় স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ২ হাজার ৬০০ ডলার। তবে সময়ের ব্যবধানে ভূরাজনৈতিক উত্তেজনা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং সুদের হার কমার সম্ভাবনায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন। এর প্রভাবে স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও বেড়েছে।
সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪২০ ডলারে পৌঁছায়। যদিও পরবর্তীতে দাম কিছুটা কমে আসে।
গোল্ড বুলিয়ন মার্কেটপ্লেস বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ জানান, চলতি বছর স্বর্ণের দাম এখন পর্যন্ত ৬৮ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক উত্থান।
অ্যাড্রিয়ান অ্যাশের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধনীতি, ফেডারেল রিজার্ভের ওপর রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের মতে, সুদের হার কমার প্রত্যাশায় বন্ডসহ প্রচলিত বিনিয়োগে মুনাফা কমে গেলে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতুতে বিনিয়োগ বাড়ান। পাশাপাশি মার্কিন ডলার দুর্বল হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠায় স্বর্ণের দাম বেড়েছে।
এমএ//