কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লোহার রড দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া ওই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, কিছুদিন আগে খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন ওই দম্পতিকে সহায়তা করেছেন—এমন সন্দেহ করেন খোকন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল এবং একাধিকবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ধানের জমিতে যাওয়ার পথে খোকন মিয়াকে পথরোধ করেন জিয়া উদ্দিন ও উজ্জ্বল। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//