আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রোটিয়ার পয়া ভেন্যুতে নতুন ইতিহাসের হাতছানি

প্রোটিয়ার পয়া ভেন্যুতে নতুন ইতিহাসের হাতছানি

২০১৫ সাল, ক্যালেন্ডারের পাতায় সাত বছর। এখন যা অতীত। কিন্তু সেই অতীতটাও ছিলো মধুর। মিরপুর স্টেডিয়ামে সেইবার দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচ সিরিজের হোয়াইটওয়াশ করে মাশরাফির দল।

সময়ের ব্যবধানের পাশাপাশি নানা নাটকীয়তায়  অধিনায়কত্ব পরিবর্তন হয়েছে। নতুন দায়িত্বে তামিম ইকবাল। তাও পুরোনো, কিন্তু ইতিহাসের পুনোরাবৃত্তি করতে প্রস্তুত নয়া কাপ্তান তামিম। 

সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রোববার (২০ মার্চ) আবারো মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা ওয়ান্ডারার্সে নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

যদিও ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। এই মাঠে এখন পর্যন্ত ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা। ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই মাঠ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৪৩৮ রানের সেই বিখ্যাত ম্যাচটি এখানেই হয়েছিলো। 

প্রথম ওয়ানডের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচের আগের দিন (শনিবার) বলেছিলেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই। ’

বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি বলেন, ‘রবিবার আমাদের ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই। আমাদের সব বিভাগকে ভালো পারফরম্যান্স করতে হবে। আমাদের ওই খেলাটাই খেলতে হবে যেটা আমরা জানি এবং আমরা পারি। ’

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রোটিয়ার | পয়া | ভেন্যুতে | নতুন | ইতিহাসের | হাতছানি