আগামী ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের মহাযাত্রা নয়, তাদের অন্তিমযাত্রা ও মহাপ্রস্থান হবে। একইসঙ্গে বিএনপি-জামায়াতের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করেই গণতন্ত্র ও সংবিধানের প্রতি ছাত্রলীগ দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি হল মাঠে রংপুর মহানগর ছাত্রলীগের কর্মী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ২৮ অক্টোবর মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত আবার যদি এই যাত্রার নামে কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে মহাযাত্রা নয়, তাদের অন্তিমযাত্রা, তাদের মহাপ্রস্থান নিশ্চিত করবে বাংলাদেশ ছাত্রলীগ।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা নতুন করে ছিনিমিনি খেলতে চায়, যাদের কাছে গণভবনের চেয়ে হওয়া ভবন গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলার মানুষের ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে ব্যালটের চেয়ে গ্রেনেড গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলাদেশের মানুষের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, যারা আমাদের লাখো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে সেই অপশক্তি স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির যেন আমরা চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে পারি, ২৮ অক্টোবর বাংলার ছাত্রসমাজকে সেটি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ঢাকা শহরে নয়, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরে দেশরত্ন শেখ হাসিনার কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা রাজপথ দখলে রাখবে। রাজপথের ছাত্রলীগ রাজপথে থাকবে।’
আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব ঘটাতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনে তরুণরা ভোট দিয়ে নৌকা মার্কার পক্ষে স্বাধীনতার রায় পেয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে তরুণদের ভোটের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিন বদলের একক ম্যান্ডেড পেয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে বাংলার তারুণ্য এককভাবে রায় দেব।’
প্রসঙ্গত, কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. মো. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
এএম/