আর্কাইভ থেকে দেশজুড়ে

কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে পুলিশের তল্লাশি

কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়ে পুলিশের তল্লাশি
গাজীপুর কালিয়াকৈরে  চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজ শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকেই তল্লাশি শুরু করেছে কালিয়াকৈর থানা, গাজীপুর জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এ সময় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির গতি রোধ করে সন্দেহভাজনদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপি'র ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যানবাহন থামিয়ে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। আজ সকালে চন্দ্রায় গিয়ে সরজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুরের দিকে যাত্রীবাহী বাস তুলনামূলক ভাবে অনেক কম। হঠাৎ দু-একটি যাত্রীবাহী বাস দেখা গেলেও সেগুলোতে তেমন যাত্রী ছিলেন না। চন্দ্রা-নবীনগর সড়কের কালিয়াকৈর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ বাস থামিয়ে যাত্রীদের ও সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছেন। এ সময় সন্দেহজনক কয়েক যাত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলও তল্লাশি করা হচ্ছে। উওরবঙ্গ থেকে ঢাকায় ছেড়ে আসা শ্যামলী পরিবহণের  যাত্রী  সামাদ বলেন, ঢাকায় বিভিন্ন দলের মহাসমাবেশ হচ্ছে কিন্তু ভোগান্তিতে পড়েছি আমরা। এ পর্যন্ত কয়েক জায়গায় তল্লাশীর মুখে পড়েছি। আমার ঢাকায় যাওয়া খুব দরকার তাই আজ বের হয়েছি। কিন্তু আমরা সবাই আজ ভোগান্তির শিকার হচ্ছি। মোটরসাইকেল আরোহী শিমুল বলেন, এ পর্যন্ত সাত-আট জায়গায় থামতে হয়েছে। বিভিন্নভাবে কাগজপত্র পুলিশ ঘেটে দেখছে। কোন দলের সাথে সম্পৃক্ত আছি কিনা এ ধরনের জিজ্ঞাসাবাদ করছে। আমরা তো প্রয়োজনের তাগিদেই রাস্তায় বের হয়েছি। এভাবে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হলে সঠিক সময়ে কিভাবে গন্তব্যে পৌঁছাব। সাভার পরিবহণের এক স্টাফ জানান, অনেকক্ষণ যাবত চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে আছি তেমন কোন যাত্রী পাচ্ছিনা। আজকে যদি এই অবস্থা হয় আমাদের হাজিরা তো দূরের কথা, গাড়ির খরচই উঠবে না। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য তল্লাশি করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কালিয়াকৈর | চন্দ্রা | ত্রিমোড়ে | পুলিশের | তল্লাশি