আর্কাইভ থেকে দেশজুড়ে

নাশকতা মামলায় শিবিরের থানা সভাপতিসহ চার নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতা মামলায় শিবিরের থানা সভাপতিসহ চার নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদীতে সংঘটিত নাশকতা মামলায় শিবিরের থানা সভাপতিসহ চার নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে গাবতলি এলাকার একটি মেসে নরসিংদী সদর মডেল থানা পুলিশ  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর থানা ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ(২২)। সে গাজীপুর কাপাসিয়া টানপাড়া দক্ষিণগাও গ্রামের মো: আলাউদ্দিন এর ছেলে,জামালপুর মাদারগঞ্জ মোছলেমাবাদ গ্রামের মোঃ জুয়েল রানার ছেলে শাহরিয়ার আহমেদ সাহেদ(২০),রায়পুরার মির্জারচর পশ্চিমপাড়ার রিয়াজুত উল্লাহ'র ছেলে মাসুম(২১), নরসিংদী সদর গাবতলি পুরানপাড়ার মুজিবুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন আকিব(১৯)। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া বলেন,  নাশকতার  ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি ও প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নাশকতা | মামলায় | শিবিরের | থানা | সভাপতিসহ | চার | নেতাকর্মী | গ্রেপ্তার