আর্কাইভ থেকে বাংলাদেশ

চুলচেরা বিশ্লেষণে গ্যাসের মূল্য নির্ধারণ হবে: বিইআরসি চেয়ারম্যান

চুলচেরা বিশ্লেষণে গ্যাসের মূল্য নির্ধারণ হবে: বিইআরসি চেয়ারম্যান

প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের গণশুনানি শুরু হয়েছে। বিচারক টিমের মাধ্যমে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই গ্যাসের দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হবে। এবং দাম নির্ধারণের ব্যাপারে অমানবিক হবেন না, জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল।

আজ সোমবার (২১ মার্চ) রাজধানীর নিউ ইস্কাটনে রোডে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে চারদিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয়।

শুনানির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল।

শুনানির প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ তৈল, গ্যাস ও পেট্রোলিয়াম কর্পোরেশন (পেট্রোবাংলা) তাদের প্রস্তাবনা উত্থাপন করবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) তাদের প্রস্তাবনা উত্থাপন করবে।

গণশুনানিতে বিইআরসি, পেট্রোবাংলা ও জিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণশুনানিতে আগ্রহী বক্তাদের মধ্য থেকে বিইআরসির আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন চুলচেরা | বিশ্লেষণে | গ্যাসের | মূল্য | নির্ধারণ | হবে | বিইআরসি | চেয়ারম্যান