আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজধানীর সংঘর্ষে আহত সাংবাদিকের মৃত্যু

রাজধানীর সংঘর্ষে আহত সাংবাদিকের মৃত্যু
শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সংহিসতার সময় পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে আহত বিএফইউজে'র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবে সদস্য রফিক ভূঁইয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৮ অক্টোবর) বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার ঘনিষ্ট সূত্র থেকে জানা যায়, গতকাল দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশা করে জাতীয় প্রেসক্লাবে যাচ্ছিলেন রফিক ভূঁইয়া। সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন। এ সময় রিকশা উল্টে ছিটকে পড়েন ওই সাংবাদিক। আহত অবস্থায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। বারডেমের ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। রফিক ভূঁইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। অবিভক্ত বিএফইউজে ও সিএমইউজের তুখোড় নেতা ছিলেন সাংবাদিক রফিক ভূঁইয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর | সংঘর্ষে | আহত | সাংবাদিকের | মৃত্যু