জার্মানিতে ক্রিসমাস মার্কেটে (বড়দিন উপলক্ষে বসা বাজার) গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে এই হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।
এই হামলার পর জার্মান পুলিশ সৌদি আরবের এক নাগরিককে আটক করেছে। সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ। তিনি ২০০৬ সাল থেকে থেকে জার্মানিতে বসবাস করছিলেন। ৫০ বছর বয়সী হামলাকারী বার্নবার্গে মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছিলেন।
এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।
এনএস/