দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
রোবাবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
শুধু জার্মানি নয়, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, নরওেয়ে, সুইডেন, ডেনমার্কসহ ইউরোপের প্রায় সব দেশেই রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
জার্মিানির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতের পর ইমামরা রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে কীভাবে আত্মগঠন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।
ফ্রাঙ্কফুর্ট ছাড়াও মিউনিখ, স্টুর্টগার্ট, হামবুর্গ, কোলন, ডুসেলডর্ফ, হ্যানোভারসহ নানা শহরে ঈদুল ফিতুর উদযাপন করেছেন দেশটিতে বসবাসরত মুসলমানরা।
এমআর//