আন্তর্জাতিক

জার্মানিতে ছুরি হামলায় আহত ১৭, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির হামবুর্গ শহরের প্রধান রেলস্টেশনে ছুরি হামলায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ বলেন, হামলার পর ওই নারী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। হামলার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে, এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন #জার্মানি #ছুরি হামলা