দেশজুড়ে

দিনাজপুরে শাশুড়িকে কুপিয়ে হত্যা করল জামাই

প্রতিকী

দিনাজপুরের বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই। শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। 

স্থানীয়রা জানায়, অভিযুক্ত সামিয়েল  মার্ডি’র (৩৮) স্ত্রীর নাম মিনি হাসদা (৩৬)। কিছুদিন আগে পারিবারিক কলহের কারণে মিনি বাবার বাড়িতে চলে যান।

শুক্রবার রাতে সামিয়েল হঠাৎ শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমে শাশুড়ি বাহা বেসরাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে স্ত্রী হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কুকেও (৩৬) আহত করে। 

সামিয়েল মার্ডি (৩৮) উপজেলার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানিয়েছেন,  অভিযুক্তকে আটক করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এসকে//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর #শাশুড়িকে কুপিয়ে হত্যা