প্রবাস

জার্মানির ফ্রাঙ্কফুর্টে মুগ্ধতা ছড়ালো দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর ‘বৈশাখি আড্ডা’

মিঠু কবীর, ফ্রাঙ্কফুর্ট প্রতিনিধি, জার্মানি

জার্মানির ফ্রাঙ্কফুর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীরি আয়োজনে বৈশাখী আড্ডা উদযাপন ছবি: বায়ান্ন টিভি

জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে প্রতি বছরের মতো এবারেও সাফল্যের সাথে বৈশাখি আড্ডা-১৪৩২  উদযাপিত হয়েছে।

গেলো ৩১ মে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন-দেশ সাংস্কৃতিক গোষ্ঠী।  

নাচ, গানসহ বিভিন্ন পর্বে সাজানো এই অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা বৈশাখী আড্ডায় মেতে ওঠেন।  

অনুষ্ঠানের শুরুতে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর ও স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশিরোদ্ধ মামুন। শিউলি ফিরোজের নেতৃত্বে দেশস্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকিকারা পরিবেশন করেন জাতীয় সংগীত।

বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির নতুন প্রজন্মের নাগরিক উমামা সাঈদের চমৎকার ও সাবলিল উপস্থাপনায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃতি, দেশিয় ঐতিহ্যবাহী মডেল শো এবং স্থানীয়  বাংলাদেশি

নৃত্যশিল্পী নুসাইবার নৃত্য দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানের সঙ্গীত পর্ব  ছিল আরও আকর্ষণীয়।বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী কনকচাঁপার গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করেন দর্শকরা।

এর আগে,  সাবেক ক্লোজআপ ওয়ান তারকা সংগীত শিল্পী ও সুরকার সাব্বির জামানের মনমাতানো সংগীত পরিবেশন দর্শকদের ভুলিয়ে দেয় প্রবাসের একাকিত্বকে।

দেশ সাংস্কৃতিক গোষ্ঠী ও স্কুলের কর্মধর মিঠু কবীর এই আয়োজন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি  বলেন, জার্মানিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আগামী বছরের(২০২৬) ১৮ এপ্রিল বৈশাখী আড্ডা  উদাযাপনেরও ঘোষণা দেন মিঠু কবীর।  

প্রবাসী বাংলাদেশিদের এই মিলন মেলায় ফ্রাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

তাদের অংশগ্রহণে ফ্রাঙ্কফুর্টের এই অনুষ্ঠান পরিণত হয় এক টুকরো বাংলাদেশে।দেশি সংস্কৃতি, কৃষ্টি ও ঐহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরণের আয়োজনে তারা খুবই  খুশি। 

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো আরটিভি ও বায়ান্ন টিভি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন #বৈশাখী আড্ডা #দেশ সাংস্কৃতিক গোষ্ঠী