জাতীয়

পুশইন বন্ধে দিল্লিকে আবার চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে পুশইনের ঘটনা থামছে না। প্রতিদিনই সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে মানুষ। এ নিয়ে উদ্বেগ জানিয়ে দিল্লিকে আরও একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। মঙ্গলবার (০৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে পুশইন চলছে, এটা আমরা থামাতে পারছি না। শারীরিকভাবে ঠেকানো সম্ভবও নয়। তবে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আজ অথবা আগামীকাল আমরা নতুন করে একটি চিঠি পাঠাব।’

তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ চায় এ ধরনের বিষয় যেন প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে হয়। ভারতের কিছু অভিযোগ থাকলেও বাংলাদেশ ইতোমধ্যে তাদের দেওয়া তালিকা অনুযায়ী অনেককে গ্রহণ করেছে। ‘দুই পক্ষেরই মতভেদ আছে। তবে আমরা একটি গঠনমূলক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান খুঁজছি,’ বলেন উপদেষ্টা।

তিনি আরও জানান, কনস্যুলার আলোচনার মাধ্যমে এ সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চায় বাংলাদেশ।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশইন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন।

আর বাংলাদেশ সরকার বলছে, এভাবে পুশইন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুশইন বন্ধে বাংলাদেশ ইতোমধ্যে পাঁচটি চিঠি পাঠিয়েছে। নতুন চিঠিটিও সেই ধারাবাহিক অংশ।

সীমান্তে পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু বাংলাদেশি নয়, ভারতীয় নাগরিক এমনকি রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল ২৩ দিনে অন্তত ১ হাজার ২৩৯ জনকে সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও প্রায় ২ হাজার ৩৬৯ জনের তালিকা প্রকাশ করেছে ভারত।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র উপদেষ্টা #বাংলাদেশ #ভারত #পুশইন