মানববিহীন ড্রোন দিয়ে ইউক্রেনের নাগরিকদের খুঁজে খুঁজে হত্যা করছে রাশিয়া। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সংস্থাটি বলছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তিন বছর ধরে যুদ্ধ চলছে। আর এই সময়ে ইউক্রেনীয় নাগরিকদের খুঁজে বের করতে ও হত্যা করতে রাশিয়ার সামরিক বাহিনী মানববিহীন ড্রোন মোতায়েন করেছে। এতে ইউক্রেনের অনেক নাগরিক নিহত ও আহত হয়েছেন।
রাশিয়ার ড্রোনের ভিডিও, প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে সংস্থাটি অভিযোগ করেছে, চীন ও দেশীয়ভাবে তৈরি কোয়াড কপ্টার ড্রোন ব্যবহার করে মস্কো ইচ্ছাকৃতভাবে ও অবিবেচকের মত ইউক্রেনীয় নাগরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে আসছে। বিশেষ করে ইউক্রেনের খারসন শহরে এই অভিযানের মাত্রাটা বেশি।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাশিয়ার যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার দায়ে জবাবদিহিতার সব ধরনের পন্থাকে সমর্থন করা।
এনএস/