আইন-বিচার

৫ মামলায় জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুরের আদেশ দেন।

চিন্ময়ের পক্ষ থেকে তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার জন্য জামিন আবেদন করেন। তিনি বলেন, চিন্ময়ের বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহ নয়, আলিফ হত্যা ও পুলিশের ওপর হামলাসহ আরও পাঁচটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় আদালতে জামিন চাওয়া হয়, কিন্তু কোনো আবেদনই গৃহীত হয়নি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানার পাঁচটি মামলায় জামিন চেয়েছিলেন চিন্ময়ের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ তীব্র বিরোধিতা করে। আদালত সবকিছু বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেননি।

এর আগে ২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বিশাল সমাবেশ হয়। ওই সমাবেশের কয়েকদিন পর, ৩১ অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চট্টগ্রামে আদালতে হাজির করা হলে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই নির্দেশের দিনই চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ বাধে। সে সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। 

এই হত্যাকাণ্ডের ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই চিন্ময় কারাবন্দি অবস্থায় আছেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চিন্ময় #চট্টগ্রাম #সাইফুল ইসলাম আলিফ