আর্কাইভ থেকে দেশজুড়ে

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের বসত-বাড়ি পুড়ে ছাই

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের বসত-বাড়ি পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাঙ্গা মসজিদের পাশের কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী। স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার ভাঙ্গা মসজিদের পাশের কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়ির মালিক দুলাল  জানান, আগুনে আমার বাড়ির ২৪টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে।  আমার ও আমার বাড়ির ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইফতেখার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লাগার সূত্রপাত ঘটে। আনুমানিক ২০ থেকে ২২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট দুইটি ইউনিট কাজ করে মাত্র আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন কালিয়াকৈরে | অগ্নিকাণ্ডের | বসতবাড়ি | পুড়ে | ছাই