আর্কাইভ থেকে বাংলাদেশ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ভেসে উঠলো আরও ৩ মরদেহ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ভেসে উঠলো আরও ৩ মরদেহ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও দু্ই যুবক রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে একজন।

বিআইডব্লিউটিএ'র তথ্য মতে, নিখোঁজ রয়েছেন একজন। তবে স্বজনরা বলছেন বেশ কয়েকজন। তাদের সন্ধানে শীতলক্ষ্যার পাড়ে অপেক্ষা করছেন অনেকে। 

লঞ্চডুবির ঘটনায় জাহাজের চালকসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গেলো রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে টার্মিনাল থেকে যাত্রীবাহী এমএল আফসারউদ্দীন লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। যাওয়ার পথে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো। এতে লঞ্চটি ডুবে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে একটি কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন শীতলক্ষ্যায় | লঞ্চডুবি | ভেসে | উঠলো | আরও | ৩ | মরদেহ