আর্কাইভ থেকে স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬ জন, হাসপাতালে ভর্তি ১৩৩৩

ডেঙ্গুতে মৃত্যু আরও ৬ জন, হাসপাতালে ভর্তি ১৩৩৩
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রোববার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এক দিনে আরও ১ হাজার ৮১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৩ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। মৃত ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭৫৮ জন নারী এবং ৫৭৫ জন পুরুষ। ৮০৫ জন রাজধানীতে এবং ৫২৮ জন বাইরে মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯১৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গুতে | মৃত্যু | আরও | ৬ | জন | হাসপাতালে | ভর্তি | ১৩৩৩