আর্কাইভ থেকে জাতীয়

বিকেলে বিদেশিদের কাছে রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী

বিকেলে বিদেশিদের কাছে রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে এক কূটনৈতিক ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এক ইমেইল বার্তায় ব্রিফিংয়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এই ব্রিফিংয়ে কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে মিলিত হবেন। এতে গেলো শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। ব্রিফিংয়ে ড. মোমেন ছাড়াও থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে আরও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ভিডিও রাখা হচ্ছে। তফসিল ঘোষণার দুই সপ্তাহ আগে এমন ব্রিফিংকে বেশ গুপুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিকেলে | বিদেশিদের | কাছে | রাজনৈতিক | পরিস্থিতি | তুলে | ধরবেন | পররাষ্ট্রমন্ত্রী