আর্কাইভ থেকে বাংলাদেশ

ইসির পদত্যাগের সৎ সাহস থাকতে হবে: বিশিষ্ট নাগরিকগণ

ইসির পদত্যাগের সৎ সাহস থাকতে হবে: বিশিষ্ট নাগরিকগণ


নির্বাচন কমিশন (ইসি) যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করার সেই সক্ষমতা এবং সৎ সাহসটি যেন থাকে। বললেন সুশীল সমাজের নাগরিকরা।

আজ মঙ্গলাবার (২২ মার্চ) আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দ্বিতীয় দফা সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে তারা এ কথা বলেন।

বিশিষ্ট নাগরিকরা আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যথেষ্ট আইন আছে তবে আইন থাকার পরও নির্বাচন নিয়ে অনাস্থা রয়েছে।

বৈঠকে ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও ইসির ডাকা দ্বিতীয় দফা সংলাপে আসেননি ২২ বিশিষ্ট নাগরিক।  বর্তমান আউয়াল কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া অংশ হিসেবে এসব বৈঠক জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, এরই পরিপ্রেক্ষিতে প্রথম সংলাপে একগুচ্ছ প্রস্তাবনা পেয়েছে ইসি।

আসছে ৩০ মার্চ গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে ইসির। এরপর ইলেক্ট্রনিক মিডিয়ার শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও সংলাপে বসতে পারে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ইসির | পদত্যাগের | সৎ | সাহস | থাকতে | হবে | বিশিষ্ট | নাগরিকগণ