আর্কাইভ থেকে জাতীয়

‘বর্তমান পরিস্থিতি তফসিল ঘোষণার প্রতিবন্ধক নয়, অনুকূল’

‘বর্তমান পরিস্থিতি তফসিল ঘোষণার প্রতিবন্ধক নয়, অনুকূল’
দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রতিবন্ধক নয়, অনুকূল। জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর হোসেন। সোমবার (৩০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে। জাহাঙ্গীর আলম বলেন, বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, ‘গতকাল হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি। বিএনপির কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।’ নির্বাচনকে সামনে রেখে কমিশন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ প্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে।

এ সম্পর্কিত আরও পড়ুন বর্তমান | পরিস্থিতি | তফসিল | ঘোষণার | প্রতিবন্ধক | অনুকূল