আর্কাইভ থেকে বাংলাদেশ

‘পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান’

‘পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান’

ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি।  শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এই শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

ফার্সি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেন ।  

মোহাম্মদ ইসলামি বলেন, বলদর্পী শক্তিগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর রহমতে পারমাণবিক শিল্পে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।  পরমাণু তৎপরতায় সংশ্লিষ্ট কর্মীবাহিনী এবং তাদের পরিবার ব্যাপক কষ্ট সহ্য করেছেন। মূলত তাদের ওই পরিশ্রম ও সহিষ্ণুতার ফলেই পরমাণু শিল্প সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এসময় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান। 

২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছিলেন ট্রাম্প।  নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ব্যাপারে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন করবেন বলে আভাস দিয়েছেন। 

তবে তেহরান সম্প্রতি ঘোষণা করেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 
 
এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন পরমাণু | কর্মসূচি | পিছপা | হবে | ইরান