আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

অবরোধে ইবির পরীক্ষা ও জব টেস্ট স্থগিত থাকলেও চলবে ক্লাস

অবরোধে ইবির পরীক্ষা ও জব টেস্ট স্থগিত থাকলেও চলবে ক্লাস
বিএনপি ও জামায়াতের অবরোধ ঘোষণার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিজ্ঞতিতে অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে। এছাড়া ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়নি। এদিকে পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন জানান, অবরোধ চলাকালীন কেবল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সমূহ পুলিশি প্রহরায় যাতায়াত করবে। এই দুইদিন কুষ্টিয়া শহরের কাস্টম মোড়, ঝিনাইদহের আরাপপুর ও শৈলকূপার উপজেলা মোড় থেকে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের দিকে ছেড়ে আসবে। এছাড়া বিকেল চারটায় ক্যাম্পাস থেকে তিন শহরের একই জায়গায় বাসসমূহ যাবে। এছাড়া নিরাপত্তা শঙ্কায় দুপুর ও রাতের ট্রিপসমূহ বন্ধ থাকবে। এদিকে বৃহস্পতিবার ক্যাম্পাসের পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন অফিস। এদিকে পরীক্ষা স্থগিতের পর বিশ্ববিদ্যালয়ের দুই পদের জব টেস্টও স্থগিত করা হয়েছে। ওই দুইটি টেস্ট কবে অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানা গেছে। তবে বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর ভাইস- চ্যান্সেলর অফিসের "কম্পিউটার অপারেটর" এবং ১ নভেম্বর পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের "কম্পিউটার অপারেটর” পদের জব টেস্ট সকাল ৯:৩০ টায় অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত উক্ত জব টেস্ট স্থগিত করা হলো। পরবর্তীতে সময়সূচী জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন অবরোধে | ইবির | পরীক্ষা | ও | জব | টেস্ট | স্থগিত | থাকলেও | চলবে | ক্লাস