আর্কাইভ থেকে বিএনপি

বিএনপি নেতা আমিনুলকে আটকের অভিযোগ

বিএনপি নেতা আমিনুলকে আটকের অভিযোগ
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে পুলিশ আটক করার অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গুলশান-২ এর একটি বাসা থেকে তাকে আটক করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকেও আটক করার অভিযোগ করেছেন রিজভী। রিজভী জানান, দরজা ভেঙে ডিবি পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছিল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। শেষে তাদের দাবি এক দফায় পরিণত হয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গেলো ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। মহাসমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন পুলিশসহ অনেকে। সংঘর্ষ ও পুলিশ নিহতের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় একাধিক মামলা হয়। যাতে আসামি করা হয়েছে মির্জা আব্বাস, আলালসহ দলের শীর্ষ নেতাদেরও। মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর সেদিনই হরতাল ডাকে বিএনপি। এরপর দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। এর মধ্যে নিজ বাসা থেকে পরদিন গ্রেপ্তার হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গ্রেফতার হন মির্জা আব্বাস ও আলাল। এছাড়া দলটির সব নেতা আত্মগোপনে আছেন। এর মধ্যে আমিনুল ও মিরাজকে আটক করার অভিযোগ এলো দলটির পক্ষ থেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | নেতা | আমিনুলকে | আটকের | অভিযোগ