আর্কাইভ থেকে বাংলাদেশ

শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি শিক্ষকদের মধ্যে হাতাহাতি

শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবি শিক্ষকদের মধ্যে হাতাহাতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের উপস্থিতিতেই মারামারি করেন শিক্ষকরা। পরে সিনিয়র শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, জাতীয় দিবসে বিশৃঙ্খলা হোক এটা আমরা কখনো চাইনি। কিন্তু অপর পক্ষ আমাদের কাছ থেকে ফুলের ডালি নিয়ে ভেঙে দেয়। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তারা জুনিয়র শিক্ষকরা সিনিয়র শিক্ষকদের অসম্মান করেছে। জাতীয় দিবসে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক।

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রদ্ধাঞ্জলি | জানাতে | গিয়ে | ইবি | শিক্ষকদের | মধ্যে | হাতাহাতি