আর্কাইভ থেকে আবহাওয়া

আসি আসি করছে শীত

আসি আসি করছে শীত
দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কমে শীতের আমেজ সৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ও বুধবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল চট্টগ্রামে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন আসি | আসি | করছে | শীত