পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। আনন্দের মাত্রাটা বাংলাদেশের জন্য কিছুটা বেশি। তাই দ্বিতীয় টেস্টেও ভালো করার মানসিকতা রাখছে পুরো দল। ম্যাচ শুরুর আগের দিন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে যোগ দিলেন, কথা বললেন দলের ভেতরকার পরিবেশ নিয়ে।
শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১১ টায় রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, ‘ 'আমরা সবসময় আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলি। তবে কন্ডিশনের উপর ভিত্তি করে পরিকল্পনায় কিছু বদল আনতে হয়। প্রথম ম্যাচের মতোই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে জানি। প্রতিপক্ষের ব্যাপারেও ধারণা রাখছি। পিচ দেখতে হবে, আবহাওয়া আমলে নিতে হবে। সে অনুযায়ী আমরা নিজেদের পরিকল্পনা সাজাবো।'
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশ বেশ খানিকটা স্বস্তিতে আছে। সেই স্বস্তির জায়গা থেকে বাংলাদেশ কোচ বললেন, 'মানসিক অবস্থা অনেক উঁচুতে আছে। কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো এতো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। এখনো আমরা আশা করছি এই ম্যাচে দারুণ লড়াই হবে।'
দ্বিতীয় টেস্ট করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্ব সূচি অনুযায়ী। তবে সিরিজ শুরুর আগেই সিদ্ধান্ত বদলে যায়। করাচি স্টেডিয়ামে কিছু অবকাঠামোগত কাজ চলমান থাকায় রাওয়ালপিন্ডিতেই সিরিজের শেষ টেস্ট ম্যাচটির আয়োজন হতে চলেছে।
এম এইচ//