আর্কাইভ থেকে বাংলাদেশ

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

মেহেরপুরে হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়

এক মাসের ব্যবধানে দেশে আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৮মার্চ) দেশের ৫৩তম সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয় হয়। 

মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ-সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, এই নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য মন্ত্রিসভা ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’ নীতিগত অনুমোদন দেয়।অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যে আইন আছে, তা অনুসরণ করেই নতুন বিশ্বিবিদ্যালয়ের আইন হচ্ছে। অন্য সব বিশ্ববিদ্যালয়ের মতো রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় খুলতে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন মেহেরপুরে | হচ্ছে | মুজিবনগর | বিশ্ববিদ্যালয়