আর্কাইভ থেকে দেশজুড়ে

বাসে গজারি লাঠি রাখার পরামর্শ পুলিশের

বাসে গজারি লাঠি রাখার পরামর্শ পুলিশের
‘প্রত্যেক গাড়িতে দুটি করে লাঠি রাখবেন।গজারি লাঠি চিনেন? গজারি লাঠি আনবেন। কাউকে আঘাত করার জন্য লাঠি আনার দরকার নেই। কিন্তু আঘাত হলে পাল্টা আঘাত করতে হবে। পারবেন কিনা? পাল্টা আঘাত করার আইনি  অধিকারও আছে। খুব বেশি টাকা-পয়সা লাগবে? টাকা-পয়সা লাগলে আমরা দেবো।’ বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ মাহমুদ। বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টা কর্মসূচির শেষ দিন সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে ঢিলেঢালাভাবে অবরোধ চলছে। গত কয়েকদিন বাসে আগুন দেয়ার ঘটনায় উদ্বিগ্ন যাত্রী সাধারণ। তবু, জীবন-জীবিকার তাগিদে থেমে নেই যাতায়াত। গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর পান্থপথে নির্বিঘ্নে দূরপাল্লার বাস চলাচলে করণীয় বিষয়ে সমন্বিত সভা করেছে বাস মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনী।বাস মালিকরা হরতাল-অবরোধে বাস চলাচল করতে পুলিশের সহায়তা চান। মালিকরা বলেন, তারা বাস চালাতে আগ্রহী। তবে বাসে যাত্রী সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি জানান বাস মালিকরা। এসময়  ডিএমপির উপপুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ বাসের হেলপার ও ড্রাইভারকে যাত্রীদের ছবি তুলে রাখার পরামর্শ দিয়ে বলেন, নাশকতাকারীদের পুলিশ ছাড় দেবে না। ডিএমপির এই কর্মকর্তা আরো বলেন, আপনি হয়তো শতভাগ নাশকতা এড়াতে পারবেন না, আপনি হয়তো শতভাগ বিশৃঙ্খলা এড়াতে পারবেন না। এর পরেও দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি সচেতন থাকলে, আমি সচেতন থাকলে-আমরা বিশ্বাস করি এটা নাইনটি পারসেন্ট কমানো সম্ভব। বাসে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, কাউন্টারের সামনে রাখা গাড়ি পাহারায় বাস মালিকদের অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে। অস্বাভাবিক কিছু চোখে পড়লে পুলিশকে জানানোর আহ্বানও জানান এডিসি শাহেন শাহ। রমনা জোনের ডিসি (ট্রাফিক) মো. জয়নুল আবেদিন গণমাধ্যমে বলেন, সম্পদের ক্ষতি করলে, জীবনের ক্ষতি করতে চাইলে তাদেরকে ধরে প্রতিহত করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে পারলে যাত্রী আসবে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বাসে | গজারি | লাঠি | রাখার | পরামর্শ | পুলিশের