আর্কাইভ থেকে বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যারা আছেন বর্তমানে তারা রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ। আর তাদের কারণেই বেড়ে চলেছে দেশে দ্রব্যমূল্যের দাম। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। 

আজ মঙ্গলবার (২৯ মার্চ)  সিলেট জেলা বিএনপির সম্মেলন তিনি এসব কথা বলেন। 

এ সময় মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত। সেখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।

 আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপির সম্মেলন শুরু হয়। সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। বিকালে একই ভেন্যুতেই কাউন্সিল অধিবেশন হবে। 

এর আগে গেলো ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ সম্মেলন। তবে ২৪ ঘণ্টা আগে কেন্দ্রের নির্দেশে এ দুটি আয়োজন স্থগিত করা হয়। কেন্দ্র থেকে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আজ মঙ্গলবার ২৯ মার্চ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন আইনশৃঙ্খলা | পরিস্থিতির | চরম | অবনতি | হয়েছে | মির্জা | ফখরুল