আর্কাইভ থেকে রাজনীতি

নতুন রাজনৈতিক দল খোলা নিয়ে যা বললেন মেজর হাফিজ

নতুন রাজনৈতিক দল খোলা নিয়ে যা বললেন মেজর হাফিজ
বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীন ব্যক্তি। শারীরিক অবস্থার কারণেই রাজনীতি থেকে আগ্রহ হারিয়েছি। ১০ ডিসেম্বর থেকে দুরে আছি। আমি বিএনপি ছেড়ে নতুন দল করতে যাচ্ছি, এটি সঠিক খবর নয়। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গত সোমবার (৬ নভেম্বর) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, তৃণমূলে যোগ দেয়ার জন্য অনেকেই লাইন ধরে আছে। বিএনপির সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে। তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর মেজর হাফিজকে কেন্দ্র করে কৌতূহলের সৃষ্টি হলেও বিষয়টি আজ গণমাধ্যমের কাছে পরিষ্কার করলেন তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গেলো দুটি নির্বাচনে নিজের ভোট দিতে পারিনি। কোথাও কোনো প্রতিকার পাইনি। ১১টি আজগুবি অভিযোগ এনে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দল। শওকত মাহমুদ বা যারা ফাইন্যান্স করেন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিলো না, এখনও নাই। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের ওপর জোর না দিয়ে বিকল্প সমাধান খোঁজা উচিত। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। আগামী নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মেজর হাফিজ আরও জানান, শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নেবো। জীবনের শেষ দিন পর্যন্ত এই দলের সাথে থাকতে চাই। এর আগে, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় হাফিজ উদ্দিন আহমেদ বলেছিলেন, বিএনপি নির্বাচনে গেলে সেই নির্বাচনে অংশ নেবেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | রাজনৈতিক | দল | খোলা | নিয়ে | মেজর | হাফিজ