আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় নয় হাজার

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু প্রায় নয় হাজার

বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলায় কিছুটা কমেছে করোনাভাইরাসের প্রকোপ। গেল ২৪ ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় নয় হাজার জন। একদিনে আক্রান্ত হয়েছে পৌঁনে চার লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যুতে মঙ্গলবারও শীর্ষে ছিল ব্রাজিল। দেশটিতে গেল একদিনে করোনায় মারা গেছে এক হাজার ৯৫৪ জন। নতুন আক্রান্ত হয়েছে সাড়ে ৬৯ হাজারের ওপর। হঠাৎই আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দেশটির হাসপাতালের আইসিইউগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার অবস্থা।

যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে দেড় হাজারের বেশি মানুষ। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৩ হাজারের বেশি।

এদিন তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্স, ইতালি ও রাশিয়ায়। ইতালিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। আক্রান্ত ৩১ লাখের বেশি।

হংকংয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি করোনার টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে অন্তত চারজন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২৬ লাখ ২৪ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ১১ কোটি ৮২ লাখ। আর প্রাণঘাতি ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে নয় কোটি ৩৯ হাজারের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | একদিনে | মৃত্যু | প্রায় | হাজার