আর্কাইভ থেকে বাংলাদেশ

টিপু হত্যার মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ৪

টিপু হত্যার মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ৪

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যার মাস্টারমাইন্ডসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ মার্চ টিপু হত্যায় মূল শ্যুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে রিভলবারসহ আরফান উল্লাহ ওরফে দামাল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গেলো ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন।

হত্যাকান্ডের পর শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন টিপু | হত্যার | মাস্টারমাইন্ডসহ | গ্রেপ্তার | ৪