আর্কাইভ থেকে বাংলাদেশ

গ্রুপে জার্মানিকে পেয়ে শান্ত স্প্যানিশ কোচ!

গ্রুপে জার্মানিকে পেয়ে শান্ত স্প্যানিশ কোচ!

জার্মানি-স্পেন-জাপান। কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্রয়ে গ্রুপ ই-তে এই তিন জায়ান্ট। অর্থ্যাৎ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও একবারের চ্যাম্পিয়ন স্পেন কাতার বিশ্বকাপে একই গ্রুপে!

জার্মানির মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন। দেশটির কোচ লুইস এনরিকের কাছে তার ভাবনা জানতে চেয়েছিলো স্পেনের অফিসিয়াল মিডিয়া। কোচ পরিষ্কারভাবে জানিয়ে দেন, ‘পুরোপুরি শান্ত আছি।’ ২০২০ সালে উয়েফা নেশন্স লিগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। সেই ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লুইস এনরিকের শিষ্যরা। যদিও বলা হচ্ছে, হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে ভিন্ন এক জার্মানির দেখা মিলেছে। কারণ দলটি তার অধীনে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি।

গ্রুপের আরেক দল জাপান। প্লে-অফে নিউজিল্যান্ড ও কোস্টারিকা ম্যাচের জয়ী দল কাতারের টিকেট কাটবে এবং ই গ্রুপে পড়বে। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে স্পেন। এই গ্রুপের বাকি দুই দল জাপান ও প্লে-অফ থেকে আসা দল।

ম্যাচ সূচি : 
২৩ নভেম্বর : স্পেন বনাম প্লে-অফ দল এবং জার্মানি বনাম জাপান

২৭ নভেম্বর : স্পেন বনাম জার্মানি এবং জাপান বনাম প্লে-অফ দল

১ ডিসেম্বর : জাপান বনাম স্পেন এবং প্লে-অফ দল বনাম জার্মানি

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন গ্রুপে | জার্মানিকে | পেয়ে | শান্ত | স্প্যানিশ | কোচ