আর্কাইভ থেকে বাংলাদেশ

টেকনাফে আইস-ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

টেকনাফে আইস-ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ শনিবার (২ এপ্রিল) জালিয়ারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানিয়েছেন।

আটকৃতরা হলেন- মিয়ানমারের মংডুর মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক।

 এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এ খবরে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি নৌকা থেকে দুজনকে আটক করা হয়। পরে নৌকার ভেতরে পাটাতনের নিচে একটি বস্তার ভেতরে লুকায়িত ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন টেকনাফে | আইসইয়াবাসহ | মিয়ানমারের | নাগরিক | আটক