আর্কাইভ থেকে বাংলাদেশ

সুপ্রিমকোর্টেই নির্ধারিত হবে ইমরানের ভাগ্য

সুপ্রিমকোর্টেই নির্ধারিত হবে ইমরানের ভাগ্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ও প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেয়ার ব্যাপারে সুপ্রিমকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার (৪ এপ্রিল)।

আদালতের আদেশ না হওয়া পর্যন্ত, পকিস্তানের পার্লামেন্টের অবস্থা দোদুল্যমান রয়েছে। তাই ইমরান খানের ভাগ্য সুপ্রিমকোর্টেই নির্ধারণ হতে পারে। জানিয়েছেন পাকিস্তানের সুপ্রিমকোর্টের আইনজীবী আসাদ রহিম।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কর্মকাণ্ডের বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের পর তিনি গণমাধ্যমকে এ কথা জানান। 

গেলো রোববার (৩ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ শুনানি করবেন । অন্য দুই বিচারপতি হলেন—বিচারপতি ইজাজুল আহসান এবং বিচারপতি মোহাম্মদ আলী মাজহার। 

এর আগে রোববার সুপ্রিমকোর্টের মুখপাত্র বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ এবং এর পরপরই ইমরানের আহ্বানে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেয়ার বিষয়গুলো প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন।

তাসনিয়া রহমান 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সুপ্রিমকোর্টেই | নির্ধারিত | হবে | ইমরানের | ভাগ্য