মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে আব্বাছ উদ্দীন (২৬) নামের এক পাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক এসএম আব্দুস সালাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দন্ডিত আব্বাছ উদ্দীন গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরাল হকের ছেলে।
জানা গেছে, ২০১৮ সালের ২২ অক্টোবর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ আব্বাছ উদ্দীনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গাংনী থানার তৎকালীন উপ-পরিদর্শক মকবুল হোসেন বাদী হয়ের ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বাদী ও বিবাদী পক্ষের আইনজীবী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আব্বাছ উদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদন্ডাদেশ দেন। আসামী পক্ষের কৌশলী ছিলেন কামরুল হাসান।
এস