আর্কাইভ থেকে বাংলাদেশ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নিহতের নাম রুবিনা আক্তার। 

আজ বুধবার (০৬ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের চৌধুরী মাঝির ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায় বলেন, স্ত্রীকে হত্যার পর তার গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে লিটন। পরবর্তীতের ময়নাতদন্ত প্রতিবেদনে এটি শ্বাসরোধে হত্যা বলে প্রমাণিত হয়। এতে লিটন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

কমলনগর থানা পুলিশ জানায়, লিটন ও রুবিনাদের বাড়ি উপজেলার চরকালকিনি ইউনিয়নে ছিল। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তারা চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের রব বাজার এলাকায় এসে বাড়িঘর নির্মাণ করে। রুবিনার ফুফাতো ভাই লিটন। হত্যার ৬ মাস আগে লিটনের সঙ্গে তার বিয়ে হয়। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন স্ত্রীকে | হত্যার | দায়ে | স্বামীর | মৃত্যুদণ্ড