সাদা সালোয়ার কামিজ় পরে আমদাবাদে পা রাখেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। মেয়ে ভামিকাকে নিয়ে আমদাবাদে আসেন তিনি। সাদার উপরে নীলের নকশা করা পোশাক পরে গ্যালারিতে হাজির হন আনুষ্কা। অভিনেত্রী উঠে দাঁড়াতেই স্পষ্ট হল তার স্ফীতোদর।"Ajab si, ajab si, adaayein..." ❤pic.twitter.com/daRQTakW4s
— KolkataKnightRiders (@KKRiders) November 19, 2023
শুধু আনুষ্কাই নন, গ্যালারিতে হাজির আরও এক ক্রিকেট তারকার বলিউড অভিনেত্রী স্ত্রী। তিনি হলেন অভিনেত্রী আথিয়া শেঠী, কেএল রাহুলের স্ত্রী। গ্যালারিতে আনুষ্কার পাশে এসেই বসেন তিনি। সেখানেই ছিলেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সচদেহ, রবীন্দ্র জাদেজার স্ত্রীও।Anushka Sharma with her Mother in the stands...
— Vikrant Gupta (@VikrantGupta73_) November 19, 2023
Athiya, Ritika, Rivaba and Priti also there#ViratKohli𓃵 #AnushkaSharma #INDvsAUSfinal #Ahemdabad#NarendraModiStadium #INDvAUS pic.twitter.com/zQRUU9kRV9