আর্কাইভ থেকে দেশজুড়ে

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত এক

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত এক
ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়। এছাড়াও বিস্ফোরণে দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় স্থানীয়রা। নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা। সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম। তিনি জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় ঘরে মনির ও ফিরোজ ককটেল তৈরি করছিলেন। রাত ২টার দিকে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ককটেল | বানাতে | গিয়ে | বিস্ফোরণ | নিহত | এক