আর্কাইভ থেকে বাংলাদেশ

এবারের আইসিসি সভা একটু ভিন্ন

এবারের আইসিসি সভা একটু ভিন্ন

আইসিসির মেগা সভা শুরু হচ্ছে আজ রোববার (১০ এপ্রিল)। তাতে তীক্ষ্ণ নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের। কারণ, এ সভায় একগুচ্ছ ক্রিকেটীয় বিষয় উত্থাপিত হবে।

আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হচ্ছে শিগগির। ফলে নতুন চেয়ারম্যান পেতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে তিনি কে হচ্ছেন, এ বৈঠকেই সেই আভাস পাওয়া যাবে।

এবার আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়়ে রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ। ফলে ভোটাভুটি হতে পারে। আগামী জুলাই বা নভেম্বরে এ পদে নির্বাচন হতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ পরিকল্পনা অনুযায়ী রাজার চারজাতি টুর্নামেন্টের প্রস্তাব উঠবে এ সভায়। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া নিয়ে প্রস্তাবিত সিরিজ আইসিসির অনুমোদন পায় কি না-তাই দেখার। এরই মধ্যে এ নিয়ে সমর্থন পেতে সৌরভের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

নারীদের টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হতে পারে আইসিসির সভায়। পুরুষদের মতো তাদের নিয়েও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হতে পারে। 

এছাড়া ২০২২ এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হতে পারে এ বৈঠকে। আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। তবে দেশটির বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায়, সেখান থেকে তা সরে যেতে পারে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন এবারের | আইসিসি | সভা | একটু | ভিন্ন